Bengali vlog || Jamai sosthi spical || জামাই ষষ্ঠী বিশেষ পোরবো

2021-06-24 14

** জামাই ষষ্ঠী ১৪২৮ ......
জামাই ষষ্ঠী বিশেষ পোরবো ........... Bengali vlog ...........
**যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে কোনো অনুষ্ঠান মিস করতে না হয়..!!

*** Copyright Disclaimer -
All of the above content is created by me - Bornita paul, unless stated otherwise. Please do not use any of the above content on any platform without permission..
*** কপিরাইট অস্বীকৃতি -
উপরের সমস্ত বিষয়বস্তু আমার দ্বারা নির্মিত - Bornita paul, অন্যথায় না বলা থাকলে, বিনা অনুমতিতে কোনও প্ল্যাটফর্মের উপরের যে কোনও বিষয়বস্তু ব্যবহার করবেন না..||

** জামাই ষষ্ঠী পুজার ইতিহাস...!!
ষষ্ঠীদেবীর পূজা সাধারণত বটগাছতলায়, বাড়ির আঙিনায়, নদী বা পুকুরের ধারে হয়ে থাকে। ... মূলত গৃহস্থ নারীরা তেল-হলুদ-দই, ঘট, বটের ডাল ইত্যাদি উপকরণের মাধ্যমে পূজা নির্বাহ করে থাকেন, পূজাশেষে 'ব্রতকথা' শ্রবণ করে স্নান সেরে বাড়ি ফিরে ফলাহার করেন। বটতলাই হলো ষষ্ঠীর আটন। এই কারণে তাকে বটবিটপবিলাসী বলা হয়েছে।
মা ষষ্ঠী পূজার মন্ত্র | সন্তান ব্রত | ষষ্ঠী দেবীর পূজা পদ্ধতি | অরণ্য ষষ্ঠী পূজার মন্ত্র | ষষ্ঠী পূজা ২০২১ | মূলা ষষ্ঠী | জামাই ষষ্ঠী ব্রত কথা | অরণ্য ষষ্ঠী পূজা পদ্ধতি | ধুলা ষষ্ঠী, চন্দন ষষ্ঠী বা চান্দনী ষষ্ঠী | অরণ্য ষষ্ঠী, জামাই ষষ্ঠী, স্কন্দ ষষ্ঠী | কর্দম ষষ্ঠী, কার্দমী ষষ্ঠী | লুন্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠী | মন্থন ষষ্ঠী, অক্ষয় ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী | দূর্গাষষ্ঠী, বোধন ষষ্ঠী | নাড়ীষষ্ঠী, গোঠষষ্ঠী, ছট্ পূজা | গুহষষ্ঠী, মূলকরূপিণীষষ্ঠী (মূলাষষ্ঠী) | অন্নরূপাষষ্ঠী, নাটাই ষষ্ঠী, পাটাই ষষ্ঠী | শীতলষষ্ঠী | গোরূপিণীষষ্ঠী | স্কন্দষষ্ঠী, অশোকষষ্ঠী |
ষষ্ঠী পূজার ফর্দ | ষষ্ঠী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র | ষষ্ঠীদেবীর ধ্যান মন্ত্র | দেবী ষষ্ঠীর ধ্যান মন্ত্র অনুযায়ী তিনি দ্বিভুজা, বরাভয়দায়িনী, গৌরবর্ণা, নানা লঙ্কারভূষিতা, স্তনযুগল পরিপূর্ন,দিব্যবসন পরিহিতা, নিত্যা, জগদ্ধাত্রী, সন্তান প্রদা, সর্ব সুলক্ষণ সম্পন্না। সকল মাতৃত্বের গুন নিয়েই মা ষষ্ঠী আবির্ভূতা । মা ষষ্ঠী বামক্রোড়ে পুত্র ধারন করে থাকেন। ষষ্ঠী মঙ্গল | ষষ্ঠী তাল | সনাতন হিন্দু শাস্ত্রানুসারেহিন্দু বর্ষপঞ্জীর প্রতিমাসের শুক্লাষষ্ঠী তিথিতে বিভিন্ন নামে ষষ্ঠীদেবী পূজিতা হন (জৈষ্ঠ মাসে:অরণ্যষষ্ঠী, শ্রাবণ মাসে: লুণ্ঠন বা লোটনষষ্ঠী, ভাদ্র মাসে : চাপড়া বা মন্থনষষ্ঠী, আশ্বিন মাসে: দুর্গাষষ্ঠী বা বোধনষষ্ঠী, অগ্রহায়ণ মাসে: মূলাষষ্ঠী, পৌষ মাসে: পাটাইষষ্ঠী, মাঘ মাসে : শীতলষষ্ঠী, চৈত্র মাসে: অশোকষষ্ঠী এবং নীলষষ্ঠী; বৈশাখ, আষাঢ়, কার্তিক ও ফাল্গুন মাসের ষষ্ঠী অপ্রচলিত)। এছাড়া, শিশুর জন্মের পর 'সূতিকাষষ্ঠী , ষষ্ঠ দিনে 'ঘাটষষ্ঠী', একুশদিনে 'একুশে' এবং শিশুর বারো বছর বয়স পর্যন্ত প্রতি জন্মতিথিতে 'জলষষ্ঠী' দেবীর পৃূজা হয়ে থাকে। ষষ্ঠী কথা | ষষ্ঠীদেবী বা ষষ্ঠীঠাকুর হলেন বঙ্গীয় ও বহির বঙ্গীয় সনাতন (হিন্দু )ধর্মাবলম্বী এক পৌরাণিক দেবী। ইনি মূলতঃ সন্তানদাত্রী ও তাহার রক্ষাকর্ত্রী দেবী; তার কৃপায় নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয় এবং তিনিই সন্তানের রক্ষাকর্ত্রী, পুরাণ মতে যেহেতু তিনি আদিপ্রকৃতির ষষ্ঠাঙ্গ অংশভুতা তাই তাহার নাম ষষ্ঠী দেবী ।

** জামাই ষষ্ঠীর ব্রত কীভাবে শুরু হোলো ?
বঙ্গদেশতো বটেই , সমগ্র ভারতবর্ষে জামাই ষষ্ঠী যথেষ্ট সাদরে পালন করা হয়। সময়ের সাথে সাথে জামাই ষষ্ঠী পালনের ধরনে এসেছে অনেক পরিবর্তন। কিন্তু জামাই ষষ্ঠী ব্রত শুরু হওয়ার পিছনে রয়েছে একটি লৌকিক কাহিনী। জামাই ষষ্ঠী ব্রত কী সত্যই জ

Videos similaires